Sadikur Rahman Sowrov ভাই সত্যি একজন দারুন মানুষ ও অনুপ্রেরণাদায়ক শিক্ষক। উনার কাছ থেকে ভিডিও এডিটিং শেখাটা আমার জীবনের সেরা সিদ্ধান্তগুলোর একটি ছিলো আলহামদুলিল্লাহ
StorySync-এর প্রথম ব্যাচের একজন মেধাবী শিক্ষার্থী। কোর্স সম্পন্ন করার পর থেকেই সে বাংলাদেশের শীর্ষ ইউটিউবারদের সঙ্গে কাজ করছে একজন ফ্রিল্যান্স ভিডিও এডিটর হিসেবে। বর্তমানে আবিদ শুধু ফ্রিল্যান্সারই নয়, বরং Hello Borisla ইউটিউব চ্যানেলের সিনিয়র ভিডিও এডিটর হিসেবে কাজ করছে।
StorySync-এর Advance Video Editing Course-এর প্রথম ব্যাচের শিক্ষার্থী। কোর্স সম্পন্ন করার পর থেকেই সে বাংলাদেশের এবং বিদেশের ২০টিরও বেশি এজেন্সির সঙ্গে কাজ করেছে। বর্তমানে একটি এজেন্সির সাথে ৫০,০০০ টাকার মাসিক প্রজেক্ট ডিল নিয়ে কাজ করছে, সাথে সাথে ফ্রিল্যান্স ক্লায়েন্টদের সাথেও নিয়মিত কাজ করছে।
StorySync-এর প্রথম ব্যাচের শিক্ষার্থী। সে একজন ইউটিউবার, যার চ্যানেল Fintec Ibrahim নামে পরিচিত। কোর্স চলাকালীন সময়েই সে তার চ্যানেল নিয়ে নিয়মিত কাজ শুরু করে, এবং কোর্স শেষ হতে হতে তার ইউটিউব চ্যানেলের ৬০,০০০-এরও বেশি সাবস্ক্রাইবার অর্জন করেছে।বর্তমানে Ibrahim নিজের চ্যানেল পরিচালনার পাশাপাশি ফ্রিল্যান্স প্রজেক্টেও নিয়মিত কাজ করছে,
Sadikur Rahman Sowrov ভাই সত্যি একজন দারুন মানুষ ও অনুপ্রেরণাদায়ক শিক্ষক। উনার কাছ থেকে ভিডিও এডিটিং শেখাটা আমার জীবনের সেরা সিদ্ধান্তগুলোর একটি ছিলো আলহামদুলিল্লাহ
ভাই কী course করান এটা ! আমি ভিডিও এডিটিং এর course-এ ভর্তি হইছিলাম 🙂 কিন্তু ভাই এমনভাবে মজা করে, গল্পের ছলে শেখাচ্ছেন যে সত্যি বলতে কি, শুধু editing না; storytelling, client hunting, এমনকি কিভাবে একজন professional হওয়া যায়, সবই শেখাচ্ছেন। কখনো ভাবিনি, একটা course থেকে এত value পাবো
সাদিক ভাইয়ের ভিডিও এডিটিং কোর্সের প্রথম ব্যাচের একজন ছাত্র। এই কোর্স নিয়ে আমার অভিজ্ঞতা ছিল অসাধারণ। এই কোর্সটি সাজানো হয়েছে প্রজেক্ট ভিত্তিক, এখানে একদম আইডিয়া জেনারেশন থেকে শুরু করে প্রজেক্ট কমপ্লিট করে দেখানো হয়েছে। এবং লাইভ ক্লাসের পাশাপাশি ভাইয়ের সাপোর্ট ক্লাস ত রয়েছেই।
দারুণ একটা Course ! শুধু Course বললে ভুল হবে, একদম ভাই বা brother এর মতো শেখায়, মনে হবে না যে আপনি class করছেন ! সুধু কি এগুলো? না ! আপনি যদি ভালো কাজ করেন, নিজের skill প্রমাণ করতে পারেন, তাহলে job এর ব্যবস্থাও ভাই করে দিবেন In Sha Allah. Recommended for those who are really passionate about video editing .
আমি Sadikur Rahman Sowrov, বর্তমানে আকিজ iBOS-এ সিনিয়র ভিডিও এডিটর হিসেবে কাজ করছি। পাশাপাশি, আমি পরিচালনা করছি আমার নিজস্ব ভিডিও এডিটিং এজেন্সি, যা মূলত বিদেশি ব্র্যান্ডদের ভিডিও প্রোডাকশন ও পোস্ট-প্রোডাকশন সার্ভিস দিয়ে থাকে।
এখন পর্যন্ত বাংলাদেশের ৫০টিরও বেশি ব্র্যান্ডের সাথে কাজ করেছি, যেখানে ব্র্যান্ড ভিডিও, কর্পোরেট প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া কনটেন্টসহ নানা ধরনের প্রজেক্টে অভিজ্ঞতা অর্জন করেছি।
২০২০ সালে সিনেমাটোগ্রাফির মাধ্যমে ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের যাত্রা শুরু করি, যা সময়ের সাথে পূর্ণাঙ্গ ভিডিও প্রোডাকশনে রূপ নিয়েছে। বর্তমানে দেশ-বিদেশের ক্লায়েন্টদের জন্য ক্রিয়েটিভ ভিডিও কনটেন্ট তৈরিতে নিয়মিত কাজ করছি।